ঢাকা Tuesday, 30 April 2024

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ হওয়ার আহ্বান

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশিত: 20:16, 21 May 2023

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ হওয়ার আহ্বান

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র। শিক্ষার্থীরা শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হয়। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু চাকরি খুঁজলে হবে না, নিজেদের উদ্যোক্তা হতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

রোববার (২১ মে) দুপুরে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনা শহরের রাজুরবাজার এলাকায় নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী প্রমুখ। 

দীপু মনি বলেন, দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে। অন্যথায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে, দেশ আবারো সন্ত্রাস ও নৈরাজ্যের দিকে ধাবিত হবে।