ঢাকা Friday, 03 May 2024

ইবিতে ‘গবেষণার প্রক্রিয়া এবং প্রতিবন্ধকতা’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত 

ইবি প্রতিনিধি

প্রকাশিত: 18:32, 23 April 2024

ইবিতে ‘গবেষণার প্রক্রিয়া এবং প্রতিবন্ধকতা’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গবেষণার প্রক্রিয়া এবং প্রতিবন্ধকতা’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২১২নং কক্ষে বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক ছিলেন মালয়েশিয়ার সেলাঙ্গর বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি অনুষদের সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার ভূঁইয়া।

কর্মশালায় সংগঠনটির সভাপতি সানোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসাইন এবং ড. মিজানুর রহমান। কর্মশালার মডারেটর হিসেবে ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসাইন জুয়েল। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

সংগঠনটির সভাপতি সানোয়ার হোসাইন বলেন, ভালো মানের গবেষক তৈরিতে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রমের বিকল্প নেই। এর মাধ্যমে গবেষণার বুনিয়াদি বিষয়গুলো আয়ত্ত করে তরুণ গবেষকরা দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।