ঢাকা Friday, 26 April 2024

অর্থের জোরে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে ভারত : ইমরান খান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 21:05, 12 October 2021

অর্থের জোরে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে ভারত : ইমরান খান

‘ভারতের কাছে অর্থ আছে। তাই বিশ্ব ক্রিকেট তারাই নিয়ন্ত্রণ করছে।’ এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। খবর : টাইমসনাওনিউজ। 
 
সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিলের  জন্য ভারকে দোষারোপ করে পাকিস্তান। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সফর বাতিলের পেছনে ভারতের হাত আছে বলে মনে করছে এশিয়ান ক্রিকেটের অন্যতম এই শক্তি। 
 
তাই জের ধরে ‘মিডল ইস্ট আই’কে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘অর্থ এখন অনেক বড় একটা বিষয়। এটা খেলোয়াড়দের জন্যও যেমন সত্যি, ক্রিকেট বোর্ডগুলোর জন্যও সত্যি। আর সবাই জানে ভারতের বিপুল অর্থ আছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক ধনী। তাই বলা যায়, ভারতই ক্রিকেট নিয়ন্ত্রণ করছে।’

ইমরানের মতে, পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ড যা করেছে কখনোই সেটা ভারতের সঙ্গে করতে পারত না। তিনি বলেন, ‘এই জায়গায় ভারত থাকলে তারা এমন করার সাহসও পেত না। কারণ সেখানে বিপুল পরিমাণ অর্থের ব্যাপার থাকত। এ কাজ করে ইংল্যান্ড নিজেরাই নিজেদের ছোট করেছে।’

এদিকে গত বছর করোনার সময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আহ্বানে কয়েক মিলিয়ন ইউরোর টিভি স্বত্বের চুক্তির টাকা বাঁচাতে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। পাকিস্তান ওই সফর না করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো ইংলিশরা। তখন  ইংল্যান্ডের ডাকে সাড়া দিয়েছিল পাকিস্তান। 

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘ইংল্যান্ড নিজেরাই নিজেদের নিচে নামিয়েছে। আমি মনে হয় পাকিস্তানের দলগুলোর সঙ্গে খেলাটা এখনো অনুগ্রহ মনে করে ইংল্যান্ড। এর অন্যতম কারণ হলো অর্থ।’