ঢাকা Friday, 26 April 2024

প্রথমবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-বধ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 03:51, 4 August 2021

আপডেট: 03:53, 4 August 2021

প্রথমবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-বধ বাংলাদেশের

ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। আজ মঙ্গলবার (৩ আগস্ট) শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের ২৩ রানে হারিয়েছে টাইগাররা। 

শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে অলআউটও করেছে বাংলাদেশের তুর্কিরা।  

টেস্ট, ওয়ানডেতে জয় পেলেও বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-বধ এতদিন অধরা ছিল। অবশেষে স্বপ্ন পূরণ হলো। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনন্দের বন্যা বইয়ে দিল টাইগার বাহিনী। ১৩১ রানের সামান্য পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে দাপুটে বল করে জয় ঝুলিবন্দি করেন মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান। জবাবে ২০ ওভারে ১০ উইকেট খুইয়ে ১০৮ রান করে ম্যাথু ওয়েডের দল।

বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। আরেক তরুণ শরিফুল ইসলাম নেন ২ উইকেট। এছাড়া মাহদি হাসান ১, সাকিব আল হাসান ১ ও মোস্তাফিজুর রহমান ২ উইকেট নেন। 

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। তিনি ৪৫ বল খেলে সংগ্রহ করেন ৪৫ রান। 

এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।