ঢাকা Saturday, 27 April 2024

মতলব উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি নইমুল, সম্পাদক শাহিন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 19:59, 23 January 2023

মতলব উত্তর মৎস্যজীবী লীগের সভাপতি নইমুল, সম্পাদক শাহিন

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মতলব উত্তর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।

(৪ জানুয়ারি) নইমুল হাসান লাবলুকে সভাপতি ও মো. শাহিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত মতলব উত্তর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি অনুমোদন করেন।

রোববার দুপুরে (২২ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত বিশিষ্ট ব্যবসায়ী নইমুল হাসান লাবলু সভাপতি ও মো. শাহিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলা শাখার মৎস্যজীবী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামসহ সদস্যদের পরিচয় করিয়ে দেন।

এরপর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ মতলব উত্তর উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি নইমুল হাসান লাবলু, সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীর নেতৃত্বে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

একই সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীনা, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনার সাথেও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান মোর্শেদ আহার চৌধুরী, উপজেলার ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আ. ছোবহান সরকার সুভা, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সাবেক যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, কামরুল ইসলাম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

৫১ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী কমিটি-

সভাপতি-নইমুল হাসান লাবলু, সিনিয়র সহ-সভাপতি হুমায়ান খালাসি, সহ-সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি মো. সিদ্দিক বকাইল, সহ-সভাপতি সিদ্দিক, সহ-সভাপতি গোলাম হোসেন বেপারী, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জামাল মিয়াজী, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছিঠু সিকদার, সাংগঠনিক সম্পাদক মহাবীর বর্মণ, প্রচার ও অর্থবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তরবিষয়ক সম্পাদক পিন্টু অধিকারী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. নুরুন নবী, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক জামান মিয়াজী, বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক সোলেমান মোল্লা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফয়সাল, প্রশিক্ষণ পরিকল্পনা সম্পাদক সুজন ফকির, যুব ক্রীড়া সম্পাদক তানভীর হোসেন, জনশক্তি কর্মশক্তি সম্পাদক ছিঠু দেওয়ান, সহ-সম্পাদক নাজমুল হাসান রিতু, সহ-সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-সম্পাদক ইমরান হোসেন কাকন, সহ-সম্পাদক ওয়াজি উল্লাহ মোল্লা, সহ-সম্পাদক রাব্বি হোসেন, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক জসিম উদ্দিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হানিফ খান, সমাজ সকল্যাণ সম্পাদক রাজ্জাক ঢালী, দুলাল মিঝি, সদস্য মো. ফয়সাল, লিটন চন্দ্র বর্মণ, প্রাণকৃষ্ণ বর্মণ, স্বর্ণ মিলন চন্দ্র, ইন্দ্রি চন্দ্র, অরুন চন্দ্র, আব্দুল হালিম, মিঠুন চন্দ্র হাওলাদার, সহ-সভাপতি ওমর আলী প্রধানীয়া, ওয়াজকুরুনী, শতিস বাবু ও ফুলচান বর্মণ।

এদিকে, নব গঠিত কমিটির সভাপতি মো. নাইমুল হাসান লাভলু সভাপতি ও সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী বলেন, কমিটিতে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপুসহ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তারা আরো বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করব। খুব শিগগিরই ইউনিয়ন কমিটিগুলো করব, সেখানে ত্যাগী নেতাকর্মীদের মূল্যয়ান করা হবে। উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করব।