ঢাকা Saturday, 27 April 2024

পদ টিকিয়ে রাখতে মন্ত্রীরা মিথ্যা বলে যাচ্ছেন : রিজভী

স্টার সংবাদ

প্রকাশিত: 22:31, 17 January 2022

পদ টিকিয়ে রাখতে মন্ত্রীরা মিথ্যা বলে যাচ্ছেন : রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমেরিকায় প্রতিবছর ৬ লাখ লোক গুম হয়। আপনার তথ্য দেখলে মনে হয় আপনি প্রাইমারিও পাস করেননি। দুদিন পর পররাষ্ট্রমন্ত্রী আবার বললেন, আমেরিকায় প্রতিবছর এক লাখ মানুষ গুম হয়। প্রধানমন্ত্রীর কাছে নিজের পদ টিকিয়ে রাখতে মন্ত্রীরা একের পর মিথ্যা বলে যাচ্ছেন, ভিত্তিহীন তথ্য দিচ্ছেন। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকার বিরোধীদল ও মতকে ধ্বংস করার জন্য যে অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে তা ইয়াহিয়া ও টিক্কা খানকেও হার মানায়।

তিনি বলেন, দেশবাসী আজ দুঃসময়ের মধ্যে দিনযাপন করছে। যারা গণতন্ত্র মুক্তির জন্য লড়াই করছেন তারা কেউ ভালো নেই। আজ বিশ্ব মহামারির চেয়ে জাতীয় মহামারিতে বেশি আক্রান্ত দেশ। পুরো দেশ আজ অত্যাচার-অনাচারে আক্রান্ত। জাতি আজ ভীতিকর অবস্থায় রয়েছে।