ঢাকা Saturday, 27 April 2024

সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 14:27, 24 March 2023

সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় আজ সূর্যস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ৫টা ৫৮ মিনিটে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার।