ঢাকা Friday, 26 April 2024

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ভোলার গ্যাস

স্টার সংবাদ

প্রকাশিত: 01:31, 25 January 2023

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে ভোলার গ্যাস

আগামী মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলায় উত্তোলিত প্রাকৃতিক গ্যাস। আপাতত সিএনজিতে রূপান্তর করে কন্টেইনারে ভরে মূল ভূখণ্ডে এনে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এই গ্যাস। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

এর আগে গতকাল সোমবার (২৩ জানুয়ারি) ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়ার খবর জানায় বাপেক্স।

আশা করা হচ্ছে, নতুন সন্ধান পাওয়া এই কূপে গ্যাসের বড় মজুদ রয়েছে। সেখান থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। 

খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আগামী মাস থেকে ভোলা হতে গ্যাস নিয়ে আসতে পারব। আমরা আগেই বলেছিলাম, সিএনজি আকারে গ্যাস নিয়ে আসব। এখন সেই প্রস্তুতিই চলছে।

ভোলায় গ্যাসকূপের সংখ্যা এখন নয়টি। দ্বীপ জেলাটির গ্যাস জাতীয় গ্রিড গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশের (জিটিসিএল) সঞ্চালন পাইপলাইনে এখনো দেয়া যাচ্ছে না। সেখানে উত্তোলিত গ্যাস এখনো সেখানকার বিদ্যুৎকেন্দ্র এবং স্থানীয় চাহিদা পূরণে ব্যবহার করা হচ্ছে।

ডিসিদের সম্মেলনে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে সৌর প্যানেল স্থাপন করে নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়াতে ডিসিদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তবে বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে জেলা প্রশাসকদের কোনো বক্তব্য ছিল না।

সংবাদ সম্মেলনে নসরুল বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে আমরা বলেছি যে, চলতি বছরটি আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জের বছর। আগামী মাস থেকে সেচ মৌসুম, তারপর রোজার মাস শুরু হবে। বৈশ্বিক জ্বালানি তেলের দামের অবস্থাও ঊর্ধ্বমুখী। সবকিছু মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিভাগ ও জেলা পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছি। পাশাপাশি বকেয়া বিলগুলো আদায় করে দিতে বলেছি। সামনের মাস থেকে যেহেতু সেচ শুরু হবে, সেখানে সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা যেন জ্বালানি বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, সে বিষয়ে বলা হয়েছে।

চলমান সংকটকালে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতাল, সেচ, শিল্প, সার কারখানাকে অগ্রাধিকার পাবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে পরিত্যক্ত জমিগুলো সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসা যায় কি না, সে বিষয়ে নজর দিতে বলেছেন ডিসিদের।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি স্কুল ও সরকারি অফিসের ছাদগুলো সোলার ও নেট মিটারিংয়ের আওতায় নিয়ে আসা যায় কি না, সে বিষয়েও আমরা তাদের সহযোগিতা চেয়েছি।