ঢাকা Saturday, 09 December 2023

ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

স্টার সংবাদ

প্রকাশিত: 01:00, 1 December 2022

ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

বুধবার (৩০ নভেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এক বছরমেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এর আগে সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়। পরে ভোটগণনা শেষে ফল প্রকাশ করা হয়।

সভাপতি পদে মোরসালিন নোমানী ছাড়া আরো দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন - বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন। তারা হলেন - সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, মাইনুল হাসান সোহেল, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, জামিউল আহসান সিপু ও সাবেক কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন।

অন্য নির্বাচিতরা হলেন : সহ-সভাপতি দিপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান,  সাংগঠনিক সম্পাদক সাইফুল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দফতর সম্পাদক কাউসার আজম, নারী সম্পাদক মরিয়ম মনি, প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী এবং সমাজকল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।