ঢাকা Saturday, 09 December 2023

২৪ ঘণ্টায় আরো ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্টার সংবাদ

প্রকাশিত: 00:10, 25 September 2022

আপডেট: 00:32, 25 September 2022

২৪ ঘণ্টায় আরো ৪৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৪৪০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩২৫ জন ও ঢাকার বাইরে ১১৫ জন। বর্তমানে সারাদেশে ১ হাজার ৬২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৭২ জন ও ঢাকার বাইরে ৩৫৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৪০ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৭৬২ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হয়।