ঢাকা Saturday, 27 April 2024

বিদায়বেলায় একটা ভালো নির্বাচন দেখতে চাই : মাহবুব তালুকদার

স্টার সংবাদ

প্রকাশিত: 19:44, 16 January 2022

আপডেট: 22:05, 16 January 2022

বিদায়বেলায় একটা ভালো নির্বাচন দেখতে চাই : মাহবুব তালুকদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে এসেছিলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরিদর্শন করেছেন কেন্দ্র। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট যত বেশি পড়বে আমি তত বেশি খুশি হবো। আমাদের বিদায়বেলায় (বর্তমান নির্বাচন কমিশনের) আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। এ জন্য আমি এখানে এসেছি।  

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার পর তিনি এ ভোটকেন্দ্রে আসেন।  

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মাহবুব তালুকদার বলেন, এখন আমি কিছু বলব না। বিকেল ৪টার পর মন্তব্য করব।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে এই ভোট চলছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

ইতোমধ্যে ৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটাররা যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এজন্য কেন্দ্রগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

প্রথমবারের মতো এই সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেয়া হচ্ছে।