ঢাকা Thursday, 09 May 2024

এক ক্যাপসুলেই জব্দ হবে খিদে

স্টার সংবাদ

প্রকাশিত: 19:57, 5 January 2024

এক ক্যাপসুলেই জব্দ হবে খিদে

ওজন বেড়ে যাচ্ছে বলে খাওয়া কমাতে চাইছেন, কিন্তু কোনো ভাবেই খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না। এমন সমস‍্যা অনেকেরই আছে। মনে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা, অথচ খাবার দেখলে সামলাতে পারছেন না। এবার এই সমস্যার সমাধান আবিষ্কার করেছেন ‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি’র ইঞ্জিনিয়াররা। একটি ক্যাপসুল তৈরি করেছেন, যা খাবার খাওয়ার প্রতি টান কমিয়ে দেবে।

এই ক্যাপসুল বেশি খাবার খাওয়ার কোনো সুযোগ দেবে না। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই খিদে পেয়ে যায় অনেকের। সেই সময় খাবার না খেয়ে যদি এই ক্যাপসুল খাওয়া যায় তা হলে খিদেটা একেবারে মরে যাবে। স্থূলতার সমস্যা ইদানীং প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে। অতিরিক্ত ওজনের হাত ধরেই নানা রোগ বাসা বাঁধছে শরীরে। আর তাই ওজনের পায়ে বেড়ি পরাতেই এই ক্যাপসুলের আবিষ্কার।

ক্যাপসুলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল প্রাণীদের উপর। ক্যাপসুলটি খাওয়ার ২০ মিনিট আগে খাওয়ানো হয়েছিল প্রাণীদের। এই ক্যাপসুলের কারণে খাওয়ার পরিমাণ কমে যায় ৪০ শতাংশ। এই জিনিসটি পেটে যাওয়ার পর ৩০ মিনিটের মতো একটা কম্পন হয়। আসলে এটি খাওয়ার পরে শরীরে যে হরমোনের ক্ষরণ ঘটে, তাতে রাশ টানে।