ঢাকা Sunday, 19 May 2024

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, নেভানোর কাজ চলবে আরো ২ দিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: 17:46, 6 May 2024

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, নেভানোর কাজ চলবে আরো ২ দিন

ছবি : সংগৃহীত

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বনবিভাগ। বনবিভাগ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর একাধিম টিম এখনও ঘটনাস্থলে রয়েছে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে সঙ্গে সঙ্গে পানি ছেটানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ফের আগুন লাগার সম্ভাবনা দূর করতে আরো অন্তত দুই দিন আগুন নেভানোর কাজ চলবে বলেও জানিয়েছে বনবিভাগ।

বনবিভাগ বলছে, সোমবার সকালে তাদের ২৫টি টিম অগ্নিকাণ্ডের পুরো এলাকা ঘুরে আগুনের অস্তিত্ব খুঁজে পায়নি। এ ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে তারা।

এদিকে আজ সোমবার (৬ মে) নৌবাহিনীর তিনটি দল সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমরবুনিয়া টহল চৌকির কাছে এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর কাজে যোগ দেয়।

সকালে বন বিভাগ, ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় বাসিন্দা, নৌবাহিনীর দল ও স্বেচ্ছাসেবকরা আগুন নেভাতে একসঙ্গে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস) লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলামের নেতৃত্বে তাদের পাঁচটি টিম আগুন নেভানোর কাজ শুরু করেছে। এছাড়া বন বিভাগের সঙ্গে নৌবাহিনীর ৩টি টিমসহ শতাধিক স্বেচ্ছাসেবকও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।

এর আগে রোববার সন্ধ্যা ৬টায় বনাঞ্চলের ঝুঁকি বিবেচনায় অগ্নিনির্বাপণ কাজ স্থগিত করা হয়।

শনিবারে লাগা আগুনে পুড়ে যাওয়া বনাঞ্চলের বেশ কিছু গাছপালা, লতাগুল্ম পুড়ে ছাই হয়ে গেছে। ওই এলাকায় মূলত বলা, সুন্দরী, বাইন, গেওয়া, জিন, সিংড়াসহ বিভিন্ন ধরনের লতাগুল্ম-জাতীয় গাছ রয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন পুরোপুরি নিভে গেছে, এখনই তা বলা যাবে না। এলাকায় ধোঁয়ার কোনো চিহ্ন যেন না থাকে, তা নিশ্চিত করতে আমরা আরো অন্তত দুই দিন সতর্ক থেকে কাজ চালিয়ে যাব।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, সুন্দরবনে এই মুহূর্তে আগুনের অস্তিত্ব নেই। কোথাও ধোঁয়াও দেখা যাচ্ছে না। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এর পরেও সোমবার সকাল থেকে অগ্নিকান্ডের বিভিন্ন এলাকায় পানি ছিটানোর কাজ শুরু হয়েছে।

সকাল ৭টার দিকে বনের দুই থেকে তিনটি স্থানে ধোঁয়া দেখা গিয়েছিল। সাথে সাথে সেখানে পানি ছিটিয়ে ধোঁয়া বন্ধ করা হয়েছে। ড্রোন দিয়ে অগ্নিকাণ্ডের এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে পর্যবেক্ষণের জন্য বন বিভাগের ৫০ জন সদস্যকে নিয়ে ২৫টি টিম গঠন করা হয়েছে। ওই টিমের সদস্যরা আগামী দুই দিন ধরে সার্বক্ষণিক অগ্নিকাণ্ডের ওই এলাকা পর্যবেক্ষণ করবে।

মিহির কুমার দো আরো জানান, সুন্দরবনে আগুনের ঘটনায় বন বিভাগের গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কাজ শুরু করেছে। তারা অগ্নিকাণ্ডের এলাকা ঘুরে দেখছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আগুনের সূত্রপাত এবং জীববৈচিত্রের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

শনিবার (৪ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন আমরবুনিয়া ক্যাম্পের লথিফের ছিলা এলাকায় বন বিভাগের সদস্যরা আগুন দেখতে পায়। এরপর থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন যাতে ছড়াতে না পারে এজন্য আগুনের ওই স্থানের চারদিক থেকে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ফাইয়ার লাইন কাটা হয়েছে। রোববার সকাল থেকে আগুন নিভাতে নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার ব্রিগেড, কোস্টগার্ড, বন বিভাগ, স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ টাইগার রেসপন্স টিম ও স্থানীয় গ্রামবাসী অংশ নেয়। জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগুন নেভাতে সহায়তা করা হয়। আর আগুন নিভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয় সুন্দরবনে।