ঢাকা Thursday, 09 May 2024

রুম হিটার ব্যবহারের নিয়ম!

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: 15:45, 3 January 2024

আপডেট: 15:46, 3 January 2024

রুম হিটার ব্যবহারের নিয়ম!

শীত পড়তেই রুম হিটারের কদর বাড়ে। এটি তাৎক্ষণিক ঘর গরম করতে পারে। অধিকাংশ হিটারের ভেতরেই গরম ধাতুর পাত বা সিরামিক কোর থাকে। ঘরের তাপমাত্রা বৃদ্ধির জন্য গরম হাওয়া বের করে এটি। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন শীতকালে রুম হিটার ব্যবহারের প্রচলন বেড়েছে।

রুম হিটার ব্যবহারের নিয়ম:

>> রুম হিটার চালু করার পর ঘরের তাপমাত্রা গরম হতে থাকে। ঘর পর্যাপ্ত গরম হলে হিটার বন্ধ করে দিতে হবে।

>> রুম হিটারটি শিশুদের নাগালের বাইরে রাখুন। ঘরের ফাঁকা অংশে হিটার রাখাই বুদ্ধিমানের কাজ।

>> ঘরের দরজা-জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করে তারপর হিটার চালু করুন।

>> রুম হিটার একটানা ৩-৪ ঘণ্টা চালিয়ে রাখলেই হয়। সব সময় রুম হিটার চালিয়ে রাখলে বিদ্যুৎ বিলও বাড়বে আবার শারীরিক বিভিন্ন সমস্যাতেও ভুগবেন।