ঢাকা Tuesday, 30 April 2024

ইসরায়েলে হামলায় কোন অস্ত্র ব্যবহার করছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 13:01, 14 April 2024

ইসরায়েলে হামলায় কোন অস্ত্র ব্যবহার করছে ইরান?

ফাইল ছবি

গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করেছে ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে এই পাল্টা হামলা শুরু করেছে তেহরান। হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে ইসরায়েলের দিকে লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আগেই এই বিষয়ে সতর্ক করেছিল।

ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম করপোরেশন জানিয়েছে, শনিবারের হামলায় ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র, ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৬০টি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার বাইরেই ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের এই সমন্বিত আক্রমণে একটি ইসরায়েলি সামরিক স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান।

যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দাবি করা হয়, ইসরায়েলে হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। যে কোনো সময় এ অস্ত্র ব্যবহার করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা জানায় ইসরায়েল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে ছিলেন, ইরান শিগগিরই হামলা চালাবে। এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইরান ইসরাইলে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের জল্পনা প্রকাশিত হয়েছে। প্রকৃত অর্থেই সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী ইসরাইলের জন্য চরম দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি বলে উল্লেখ করেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র বহরে রয়েছে নানা ধরনের বহু ক্ষেপণাস্ত্র।

ইরানের শক্তিশালী নয়টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে জেনে নিন :

১) নাম: খোররামশহর-৪ ক্ষেপণাস্ত্র (খাইবার)

পাল্লা: ২ হাজার কি.মি.

দৈর্ঘ্য: ১৩ মিটার

ব্যাস: ১.৫ মিটার

ওজন: ৩০ টন

ওয়ারহেড ওজন: ১৫০০ কেজি

গতি: বায়ুমণ্ডলের বাইরে ১৬ ম্যাক/ বায়ুমণ্ডলের ভিতরে ৮ ম্যাক

২) নাম : হাজি কাসেম ক্ষেপণাস্ত্র

পাল্লা: ১৪০০ কি.মি

দৈর্ঘ্য: ১১ মিটার

ব্যাস: ৮৫ থেকে ৯৫ সেমি

ওজন: ৭ টন

ওয়ারহেড ওজন: ৫০০ কেজি

গতি: ৫ ম্যাক

৩) নাম : খায়বার শেকান ক্ষেপণাস্ত্র

পাল্লা: ১৪৫০ কি.মি.

দৈর্ঘ্য: ১০.৫ মিটার

ব্যাস: ৮০০ মিমি

ওজন: ৪৫০০ কেজি

ওয়ারহেড ওজন: ৫০০ কেজি

গতি: ঘণ্টায় ৫ হাজার কিলোমিটারের বেশি

৪) নাম : সিজ্জিল ক্ষেপণাস্ত্র

পাল্লা: ২,০০০ থেকে ২,৫০০কি.মি.

দৈর্ঘ্য: ১৭.৫৭ মিটার

ব্যাস: ১.২৫ মিটার

ওজন: ২৩ টন

ওয়ারহেড ওজন: ৫০০ কেজির বেশি

গতি: ১২ থেকে ১৪ ম্যাক

৫) নাম: পাভে ক্ষেপণাস্ত্র

পাল্লা: ১,৬৫০ কি.মি.

উড়ন্ত উচ্চতা: ৫০ মিটারের কম

গতি: ৬০০থেকে ৯০০ কিমি/ঘন্টা

৬) নাম : ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র

পাল্লা: ১,৪০০ কি.মি. এর বেশি

দৈর্ঘ্য: ১২ মিটার

ব্যাস: প্রথম অংশ:৮০ সেমি / দ্বিতীয় অংশ: ৫০ সেমি

ওজন: ৩,৫০০থেকে ৪,১০০ কেজি

ওয়ারহেড ওজন: ৫০০ কেজি

গতি: ৫ ম্যাক

৭) নাম : কদর ক্ষেপণাস্ত্র (ট্রিপল)

পাল্লা: ১,৯৫০ কি.মি. পর্যন্ত

দৈর্ঘ্য: ১৫.৫ থেকে ১৬.৫মিটার

ব্যাস: ১.২৫ মিটার

ওজন: ১৭,৪৮০ কেজি পর্যন্ত

ওয়ারহেড ওজন: ৭০০ থেকে ১০০০ কেজি

গতি: প্রায় ৯ ম্যাক

৮) নাম : এমাদ ক্ষেপণাস্ত্র

পাল্লা: প্রায় ১,৭০০ কিমি

দৈর্ঘ্য: ১৫.৫ মিটার

ব্যাস: ২.১৮ মিটার

ওজন: ১,৭৫০ কেজি

৯) নাম : শাহাব-৩ ক্ষেপণাস্ত্র

পাল্লা: প্রায় দুই হাজার কি.মি.

দৈর্ঘ্য: প্রায় ১৬ মিটার

ব্যাস: ১.২ মিটার

ওজন: ১,৭৮০ কেজি