ঢাকা Friday, 26 April 2024

ফাইভ জি চালু হচ্ছে ১২ ডিসেম্বর

স্টার সংবাদ

প্রকাশিত: 20:50, 1 December 2021

আপডেট: 21:53, 1 December 2021

ফাইভ জি চালু হচ্ছে ১২ ডিসেম্বর

দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা ফাইভ জি চলতি মাসেই চালু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর রমনায় বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত দ্য ফ্রন্টিয়ার টেকনোলজি শীর্ষক সেমিনারে ভার্চয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফাইভ জি উদ্বোধন করা হবে। তিনি বলেন, প্রথমে ঢাকা শহরে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ফাইভ জি’র পরীক্ষামূলক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে এ সেবা সারাদেশে চালু করা হবে।

এসময় রামপুরায় কলেজছাত্রের মৃত্যুতে গভীর শোকাহত ও ব্যথিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে ঘটনাটি ঘটে রাত ১০টা ৪৫ মিনিটে, এর ১২ মিনিট পর ১০টা ৫৭ মিনিটে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেইজের মাধ্যমে ওই স্থান থেকে লাইভ করা হয়। ঘটনার সঙ্গে সঙ্গে ১৭টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত। রাত ১১টায় জামায়াত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই ইন্টারনেটে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবরটি ছড়িয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই প্রায় ১৫টি বাসে আগুন দেওয়া শেষ হয়। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি আসলেই দুর্ঘটনা কিনা?

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে আরও জানতে চান, ঘটনার ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই পেইজ লাইভে গেলো কিভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিল? বাঁশেরকেল্লা ১৫ মিনিটের মধ্যেই সব খবর পেয়ে গেল কিভাবে? আর বাকি ১০ মিনিটেই ১০টি গাড়িতে আগুন কিভাবে দেওয়া হলো? 

ওবায়দুল কাদের জানতে চান, এতো জনবল রাত ১১টার পর ঘটনাস্থলে এলো কিভাবে?  তাহলে তার কি আগেই প্রস্তুত ছিল?