ঢাকা Friday, 26 April 2024

করোনা-আতঙ্ক এখন অনেকটাই দূরে

স্টার সংবাদ

প্রকাশিত: 23:00, 18 October 2021

করোনা-আতঙ্ক এখন অনেকটাই দূরে

ফাইল ছবি

সংখ্যার হিসাবে অক্টোবরের ১ তারিখ থেকে কমতে শুরু করেছে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ। এ সময়ে দৈনিক মৃত্যু ও শনাক্তের হার কমেছে ব্যাপকভাবে। হাজারের ঘর থেকে নেমে এখন শনাক্ত ঠেকেছে পাঁচশোরও নিচে। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও কমে এখন ঘোরাফেরা করছে ৫০-এর নিচে। এটা দেশের সবার জন্যই স্বস্তিদায়ক খবর। 

তবে এর মধ্যেও মৃত্যু ও সংক্রমণ একটু একটু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন আরো ১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে। 
এদিকে একই সময়ে নতুন ৩৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮১২ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫০৯ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৭ অক্টোবর) সারাদেশে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা যান ১০ জন। করোনা শনাক্ত হয় ৩১৪ জনের দেহে।