ঢাকা Thursday, 09 May 2024

এক মাসে সর্বোচ্চ রফতানির রেকর্ড

স্টার সংবাদ

প্রকাশিত: 01:14, 3 January 2022

এক মাসে সর্বোচ্চ রফতানির রেকর্ড

দেশে গত মাসে সর্বোচ্চ রফতানির রেকর্ড হয়েছে আর এতে  বড় ভূমিকা রেখেছে পোশাক খাত। এই সময়ে ৪০৪ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ হাজার ৩৪০ কোটি টাকার, তৈরি পোশাক রফতানি হয়েছে। এর আগের বছরের তুলনায় যা ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি।

রোববার (২ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। 

সংস্থাটি জানায়, ডিসেম্বরে রেকর্ড রফতানির কারণে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এ আয় গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। 

চলতি অর্থবছরের জন্য সরকার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি আয় ১৫ শতাংশ বেশি আছে বলে তথ্যে উল্লেখ করা হয়েছে।