ঢাকা Saturday, 27 April 2024

ভাসানচরে সপ্তম দফায় যাচ্ছে ৩৭৯ জন রোহিঙ্গা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:40, 25 November 2021

ভাসানচরে সপ্তম দফায় যাচ্ছে ৩৭৯ জন রোহিঙ্গা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন ৩৭৯ জন রোহিঙ্গা। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাদের নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। 

এর আগে গতকাল ১৬৮ পরিবারের ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে আনা হয়। স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে অবস্থান নিয়ে নাম লিপিবদ্ধ করেন। সবশেষ ষষ্ঠ দফা পর্যন্ত মোট ১৮ হাজার ৪৭১ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফ, উখিয়া, কুতুপালংসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১১ লাখ রোহিঙ্গার বসবাস। কক্সবাজারের ওপর চাপ কমাতে সরকার রোহিঙ্গাদের একাংশকে ভাসানচরে নেয়ার উদ্যোগ নেয়। বর্তমানে ভাসানচরে প্রায় সাড়ে ১৮ হাজার রোহিঙ্গা বসবাস করছে। সেখানকার সুযোগ সুবিধা দেখে মুগ্ধ তারা। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নেও নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।