ঢাকা Saturday, 27 April 2024

বকশীগঞ্জে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও বাল্যবিয়ে রোধে মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: 00:32, 14 October 2021

বকশীগঞ্জে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও বাল্যবিয়ে রোধে মতবিনিময়

জামালপুরের বকশীগঞ্জে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, বাল্যবিয়ে রোধ করা বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় বুধবার (১৩ অক্টোবর) বিকালে ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির উদ্যোগে ধুমালীপাড়া সৌহার্দ্য-৩ কর্মসূচি কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য-৩ কর্মসূচির নারীর ক্ষমতায়নের উপদেষ্টা সৈয়দা আশরাফিজ জাহারিয়া প্রধান কর্মসূচি বাস্তবায়ন, সফলতা, নারীদের ক্ষমতায়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ইএসডিও সৌহার্দ্য-৩ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আতাউর রহমান আনছারী, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার (সৌহার্দ্য-৩ কর্মসূচি) মো. মাহমুদুল হাসান, ইএসডিও সৌহার্দ্য-৩ কর্মসূচির উপজেলা সমন্বয়কারী একেএম রফিকুল আলম, টেকনিক্যাল অফিসার রায়হান কবির, টেকনিক্যাল অফিসার নাদিম হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ করানো, নারী নেতৃত্ব তৈরি করা, তৃণমূল পর্যায়ের নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সামাজিক সংগঠনকে আরো জোরদার করা, নারী-পুরুষের মধ্যে সমতা নিশ্চিতকরণে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।