ঢাকা Saturday, 27 April 2024

রায়পুরে ভোক্তাদের অভিযোগ : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা  

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: 23:45, 12 September 2021

রায়পুরে ভোক্তাদের অভিযোগ : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা  

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আলতাফ মাস্টার ঘাটে জেলা ভোক্তা অধিকার সংস্থা অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরীর নির্দেশে ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিভারভিউ হোটেলকে ১ হাজার, দরবার হোটেলকে ৩ হাজার, কলাপাতাকে ৩ হাজার টাকা, মোল্লার হাট বাজারের মেসার্স সুমাইয়া বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিদফতর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভোক্তা অধিকারের কাছে আলতাফ মাস্টার মাছ ঘাটে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, অতিরিক্ত মূল্য রাখাসহ নানা অভিযোগ আসে। 
পরে রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযান পরিচালনা করে মূল্যতালিকা প্রদর্শন না করা, খাবারে ভেজালসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার আইনের ধারা অনুযায়ী ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।