ঢাকা Monday, 06 May 2024

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: 00:15, 25 April 2024

আপডেট: 00:21, 25 April 2024

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

ছবি : স্টার সংবাদ

রাঙামাটি বাঘাইছড়ির সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, সাজেকের সীমান্ত সড়কের উদয়পুর এলাকার ৯০ ডিগ্রি মোড়ে দুর্ঘটনায় আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

তথ্য মতে, বুধবার বিকালে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিকদের বহনকারী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৮ জন মারাত্মকভাবে আহত হন। গাড়িতে ১৭ জন শ্রমিক ছিলেন। এখনো পর্যন্ত নিহত ও আহত শ্রমিকদের সুনির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি। তবে অধিকাংশ শ্রমিক গাজীপুর ও ময়মনসিংহ এলাকার বলে একটি সূত্র জানায়।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা বলেন, শ্রমিকরা কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন। এসময় পাম্প ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি।