ঢাকা Monday, 06 May 2024

কালাইয়ে কৃষি প্রযুক্তি মেলা শুরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 

প্রকাশিত: 19:48, 24 April 2024

কালাইয়ে কৃষি প্রযুক্তি মেলা শুরু

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাইয়ে তিনদিনব্যাপী (২৪-২৬ এপ্রিল) কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। 

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন। 

মেলায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি নিয়ে ৯টি স্টল বসেছে। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনিশ চৌধুরী ও কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবুল হায়াত বলেন, কৃষকদের হাত দিয়েই কৃষিতে বিপ্লব এসেছে। কৃষিতে সারের জন্য সরকার ৩২ কোটি টাকা ভর্তুকি  দিয়েছে। এছাড়া বীজতলা তৈরি করতে প্রণোদনাসহ কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। কৃষকদের সোনার হাত দিয়ে এভাবেই সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। কৃষিতে আরো বিপ্লব ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সালজারুল ইসলাম প্রমুখ। 

আলোচনা সভা শেষে ১০০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি ধানবীজ, ১ হাজার কেজি এমওপি এবং ১ হাজার কেজি ডিএপি আউশ চাষের জন্য প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।