ঢাকা Monday, 06 May 2024

পঞ্চগড়ে বিশ্ব শব্দ সচেতনতা দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 17:41, 24 April 2024

পঞ্চগড়ে বিশ্ব শব্দ সচেতনতা দিবস পালিত

‘শেখ হাসিনার বাংলাদেশ, পরিচ্ছন্ন পরিবেশ-সুস্থ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এমএম শফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম, পরিবেশবাদী সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শব্দ দূষণ রোধে সকলকে সচেতন হতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আহ্বান জানানো হয়।