ঢাকা Monday, 06 May 2024

তিন দিন বন্ধ বাংলাবান্ধার স্থলবন্দরের সকল কার্যক্রম 

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:49, 24 April 2024

আপডেট: 15:28, 24 April 2024

তিন দিন বন্ধ বাংলাবান্ধার স্থলবন্দরের সকল কার্যক্রম 

আগামী ২৬ এপ্রিল ভারতের দার্জিলিং জেলায় অনুষ্ঠিতব‍্য ১৮তম লোকসভা নির্বাচন নির্বিঘ্ন করতে বাংলাদেশের একমাত্র চর্তুদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এসময় বন্দরটির ইমিগ্রেশন দিয়ে ভারতীয় নাগরিক ও ভারতে চিকিৎসা নেওয়ার জন‍্য ভ্রমণকারী ব‍্যক্তি ব‍্যতিত অন‍্য যে কারো প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডা. প্রীতি গোয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, ভারতের লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ২৪ এপ্রিল থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বন্ধ থাকার পর আগামী ২৭ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাংলাবান্ধা বন্দরের আমদানি রপ্তানিকারকেরা।