ঢাকা Friday, 03 May 2024

ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:06, 19 April 2024

ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বসে বিয়ের আসর। এসময় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আসর পণ্ড হয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় বর-কনে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ‘হল ২১’ নামের কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘ইউএনওর স্যারের কাছ থেকে চরপাথরঘাটায় একটি বাল্য বিয়ের খবর পেয়ে এলাকার ইউপি সদস্যকে ফোনে বিয়ে বন্ধ করার নির্দেশ প্রদান করি। এ খবর পেয়ে বিয়ের বর-কনে কমিউনিটি সেন্টার থেকে পালিয়ে যান।’

তিনি বলেন, ‘মেয়ের বয়স কম হওয়ায় বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে দুই পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যানকে মুচলেকা দিয়ে বিয়ের আসর থেকে চলে যান।’