ঢাকা Monday, 06 May 2024

ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীরতায় খুলনায় ঈদুল ফিতর পালিত

খুলনা ব্যুরো

প্রকাশিত: 14:36, 11 April 2024

ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীরতায় খুলনায় ঈদুল ফিতর পালিত

ছবি: স্টার সংবাদ

ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীরতার মধ্যদিয়ে খুলনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রায় চার শতাধিক মসজিদ ও ঈদ গাহ্-এ ধর্ম প্রাণ মুসল্লিদের ঢল নামে ঈদের নামাজ আদায় করার জন্য। ঈদুল ফিতরে প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ, খ, ম, জাকারিয়া।

সকাল নয়টায় দ্বিতীয় জামাত টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সার্কিট হাউজের প্রথম জামাতে খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সহ অর্ধ লক্ষাধিক মুসল্লি এ জামাতে অংশ নেয়।

এ ছাড়া সকাল নয়টায় টাউন দ্বিতীয় জামাত এবং সকাল ১০টায় তৃতীয় ও শেষ জামাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।