ঢাকা Sunday, 28 April 2024

নিঝুম দ্বীপের পুকুরে ধরা পড়ল ১১০টি ইলিশ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 22:32, 28 March 2024

নিঝুম দ্বীপের পুকুরে ধরা পড়ল ১১০টি ইলিশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের পুকুরে এবার মিলল ১০০টি ইলিশ মাছ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিল্লাথ গুচ্ছ গ্রামের পুকুরে জাল ফেললে মাছগুলো ধরা পড়ে। গতকাল বুধবারও ওই পুকুরটি থেকে ১০টি ইলিশ ধরা পড়ে।

জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিল্লাথ গুচ্ছ গ্রামের পুকুরটি ৪০টি পরিবার ব্যবহার করে। পুকুরটি লিজ নিয়েছেন নিঝুম দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান। বিশাল পুকুরে প্রায় ৭ দিন ধরে সেচ দিয়ে পানি কমান তিনি। গতকাল বুধবার সকালে পানি প্রায় কমে এলে জেলেদের জালে ১০টি ইলিশ মাছ ধরা পড়ে। আজ বৃহস্পতিবার সকালে আরো পানি কমিয়ে ১০০টি ইলিশ ধরেন। বিগত বছরগুলোতেও এই পুকুরে ইলিশ পাওয়া গেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, প্রতিবছর ঘূর্ণিঝড় এলে নিঝুম দ্বীপের প্রায় সব পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লাথ পুকুরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান বলেন, ‘প্রায় পুকুরে ইলিশ পাওয়ার খবর পাওয়া যায়। এটা কমন হয়ে গেছে। নোয়াখালী উপকূলীয় এলাকা হওয়ায় নিম্নঞ্চলগুলো জোয়ারে প্লাবিত হয়। তখন ইলিশ প্রবেশ করায় বর্তমানে সেটি ধরা পড়ছে।’