ঢাকা Sunday, 12 May 2024

কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:23, 28 April 2024

কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত ব্যালট পেপারে ভুল প্রতীক ছাপা হওয়ায় একজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ইসি এই সিদ্ধান্ত জানায়।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস জানান, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদের অটোরিকশা প্রতীকের বদলে ব্যালট পেপারে রিকশা প্রতীক চলে আসে। এ ব্যাপারে ইউসুফ আহমেদ নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।

অবশ্য চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হলেও ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৩ জন ও সাধারণ সদস্যপদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন।