ঢাকা Monday, 29 April 2024

কুড়িগ্রামে কালবৈশাখীতে ঘর-দোকান বিধ্বস্ত, আহত ৩ 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: 22:25, 23 March 2024

কুড়িগ্রামে কালবৈশাখীতে ঘর-দোকান বিধ্বস্ত, আহত ৩ 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কালবৈশাখী ঝড়ে বেশকিছু ঘর ও দোকান বিধ্বস্ত হয়েছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন - সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিৎ রায় (৬০)।

শনিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রনির মোড় এলাকায় ঘর ভেঙে ওই তিনজন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানার ওসি মো. মোজাম্মেল হক।

স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়টি ২০ থেকে ২৫ মিনিট স্থায়ী ছিল। এ সময় উপজেলার রনির মোড় এলাকায় একটি টিনশেড ঘর ভেঙে পাশের দোকানের ওপর পড়ে। এতে দোকানে থাকা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে নয়, জেলার বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড় হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি।