ঢাকা Monday, 29 April 2024

মৌলভীবাজারে শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 15:17, 25 January 2024

মৌলভীবাজারে শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ছয় রোহিঙ্গা শরণার্থীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন মোহাম্মদ শাহা, নুর ফাতেমা, জুনায়েদ, তহুরা ও দুই শিশু। তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, রাতে স্থানীয় মুন্সীবাজারে ওই ছয় ব্যক্তিকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় রোহিঙ্গা মনে হলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখান। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আটক রোহিঙ্গারা জানিয়েছেন, তারা সিলেটে মাজারে এসেছিলেন। বাংলা ভাষা ঠিকমতো বুঝতে না পারায় বিস্তারিত কিছু বলতে পারছে না তারা। একজন নারী অন্তঃসত্ত্বা। তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আটক রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে পাঠানো হবে।