ঢাকা Wednesday, 01 May 2024

বহুতল ভবন থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:13, 22 January 2024

বহুতল ভবন থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

ছবি : সংগৃহীত

ফরিদপুরে ১১ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক ছিলেন। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, হঠাৎ করেই সকাল ১০টার দিকে তিনি ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোদ উঠলে তিনি ছাদে হাঁটা-হাটি করতে যেতেন বলেও জানান তারা।

নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল গফফার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধরণা করা হচ্ছে। মরদেহ ময়নতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।