ঢাকা Friday, 17 May 2024

খালে ভাসছে বাঘের দেহ 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: 19:01, 30 April 2024

খালে ভাসছে বাঘের দেহ 

সাধারণত উল্টো খবরটিই বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের, বা মধু সংগ্রহের সময়ে বাঘের অতর্কিত আক্রমণে প্রাণ গিয়েছে স্থানীয় মানুষের। কিন্তু বাঘের মৃত্যু? সেই খবরই মিলল এবার।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় সুন্দরবনের সুন্দরবনের জোংড়া আর মরাপশুর খালের মাঝামাঝি এলাকা জোংড়া খালের অন্তর্গত আন্ধারিয়া খালের মুখ থেকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ। বনরক্ষীরা মৃত বাঘটি উদ্ধার করেছেন।

সুন্দরবনের কনজারভেটর অফ ফরেস্ট (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পাওয়ার পর বনরক্ষীরা গেছেন। বাঘটিকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে মারা গেছে বাঘটি। 

তিনি আরো বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়সসহ অন্যান্য বিষয়ও বন বিভাগ অনুসন্ধান করবে।