ঢাকা Tuesday, 21 May 2024

ইবিতে ‘লোক দেখানো` পরিচ্ছন্নতা অভিযানের অভিযোগ শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি

প্রকাশিত: 19:41, 30 April 2024

ইবিতে ‘লোক দেখানো` পরিচ্ছন্নতা অভিযানের অভিযোগ শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে প্রশাসন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) টার্গেট পূরণের উদ্দেশ্যে এই ‘লোক দেখানো’ অভিযান চালানো হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস’ নামে এই কর্মসূচি পালন করা হয়। এসময় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে র‌্যালি বের করে বাংলা মঞ্চে এসে শেষ হয়।

অভিযানকালে বিশ্ববিদ্যালয়ের আমবাগানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু ময়লা-আবর্জনা কুড়ান উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা। পরে তারা চলে গেলে সেখানের আবর্জনা পরিষ্কার করেন রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন করা হলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী, এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাসসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা। 

জানা গেছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এই অভিযান করা হয়। এপ্রিলের মধ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। মঙ্গলবার ছিল টার্গেট পূরণের শেষ দিন। কার্যক্রম পরিচালনার পর তথ্য আপডেট করলে এপিএ স্কোরে সেটি যুক্ত হবে। 

এদিকে অভিযানের পর ক্যাম্পাস ঘুরে বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এছাড়া ডাস্টবিনের আশেপাশে অনেক আবর্জনা দেখা গেলেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই প্রশাসনের।

এ বিষয়ে এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তা চন্দন দাস বলেন, পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং কার্যক্রম তড়ান্বিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তীব্র গরমের কারণে আমরা শিক্ষার্থীদের যুক্ত করিনি। এছাড়া আমবাগান এলাকায় চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। জুনের পরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন বিভাগ ও সামজিক সংগঠনকে জানানোর একটি পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম। এটা অলরেডি কন্টিনিউয়াস আছে। কাজটাতে আমরা উদ্বুব্ধ করার জন্য এই কার্যক্রম করেছি। শুধু শরীরের নয়, মনের ময়লাও যেন আমরা পরিষ্কার করি - এই আহ্বান থাকবে।