ঢাকা Friday, 17 May 2024

পটুয়াখালীতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 18:14, 30 April 2024

পটুয়াখালীতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টি কামনায় পটুয়াখালীর মহিপুরে ইসতিসকার নামাজ আদায় করেছেন শত শত মানুষ। নামাজ শেষে মুসুল্লিরা অনাবৃষ্টি ও তাপদাহ থেকে রক্ষায় আল্লাহর করুণা ও তাঁর সাহায্য প্রার্থনা করেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মহিপুর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে এই নামাজ আদায় ও দোয়া-মোনাজাত করা হয়।

ইসতিসকার নামাজ এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহিপুর বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. আবু বকর সিদ্দিক।

আগত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সেজন্য আমরাও মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা ও ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

তারা আরো বলেন, বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলেই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।