ঢাকা Monday, 29 April 2024

নাটোরে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 15:08, 22 November 2023

আপডেট: 15:12, 22 November 2023

নাটোরে বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় মালবাহী ট্রেনের দুটি বগি উল্টে লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুলপুর রেলস্টেশনের সহকারী মাস্টার জিয়াউদ্দিন জানান, পাবর্তপুর থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনটি দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় ঈশ্বরদীতে থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই সহকারী স্টেশন মাস্টার।