ঢাকা Friday, 03 May 2024

খোঁজ মিলছেনা বরগুনার ২০ ট্রলারসহ দুই শতাধিক জেলের

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: 15:40, 17 November 2023

খোঁজ মিলছেনা বরগুনার ২০ ট্রলারসহ দুই শতাধিক জেলের

বরগুনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া ২০টি ট্রলারের খোঁজ মিলছে না। ট্রলার গুলোতে দুই শতাধিক জেলে রয়েছে বলে জানা গেছে। এদিকে ঘূর্ণিঝড় ‘মিথিলি’র প্রভাবে এমভি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘উত্তাল সমুদ্রে জেলার ২০টি ট্রলারের খোঁজ মিলছে না। এসব ট্রলারে থাকা জেলেদের ভাগ্যে কী ঘটেছে, তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। বিষয়টি আমরা কোস্টগার্ডকে অবগত করেছি।’

তিনি আরো বলেন, ‘সমুদ্র এখনও বেশ উত্তাল। তাই এখন পর্যন্ত জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। অন্যদিকে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এমভি নিশাত নামের একটি ট্রলার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৮ জেলে অন্য একটি ট্রলারে উঠে নিরাপদে তীরে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হলে সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করা হবে।’