ঢাকা Monday, 29 April 2024

জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের বিভিন্ন দাবিতে হাওরে ভাসমান সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: 18:19, 14 October 2023

জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের বিভিন্ন দাবিতে হাওরে ভাসমান সমাবেশ

জাতীয় খাদ্য দিবস ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার কানলার হাওরে জলবায়ু দূর্গত এলাকার কৃষক ও  মৎস্যজীবিদের অংশ গ্রহনে জলবায়ু বিপন্ন মানুষের ব্যাতিক্রমী ভেলায় ভাসমান দাবি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা হাউস ক্লিন ও বিডব্লিউজিইডির আয়োজনে অনুষ্টিত সমাবেশে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বৃন্দাবননগর গ্রামের শতাধিক কৃষক ও মৎস্যজীবী পরিবার হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে বিপন্ন জীবন-যাপনের চিত্র ফুটিয়ে তুলেন। এ সময় উপস্থিত ছিলেন, হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, দ্বোহা চৌধুরী, শরীফ আহমদ, মো. শাহিন মিয়া, মো. আরজদ আলী প্রমুখ।

সমাবেশে তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে হাওরে ভেলা ভাসিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট খাদ্য স্বাধিকারের জন্য জীবাশ্ম জ্বালানি বন্ধ,  কৃষি জমিতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক স্থাপনা না করা, নবায়ন যোগ্য জ্বালানি এবং খাদ্য স্বাধিকারের জন্য বিজলী কৃষি নীতি প্রণয়ন, নবায়ন যোগ্য জ্বালানির জন্য ভূমি ইজারা নীতি প্রণয়নসহ বিভিন্ন দাবি জানান।