
বরগুনার খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বন্ধু।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - শাকিব, তানভীর ও রাকিব। তাদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাত ভাই। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে।
কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে তিনজন একই মোটরসাইকেলে কাকচিড়া বাজারে যাচ্ছিল। পথে সংগ্রাম অফিসের সামনে সড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি শাহ আলম।