ঢাকা Monday, 29 April 2024

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তথ্য কর্মকর্তার মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 13:21, 19 August 2023

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তথ্য কর্মকর্তার মৃত্যু

ছবি: সংগৃহীত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের (৫৬) মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রকাশ চন্দ্র নীলফামারী জেলা শহরের দেবিরডাঙ্গা এলাকার মৃত লাল মোহন বর্মণের ছেলে। তিনি সহকারী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নীলফামারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিন সকালে তিনি হাঁটাহাঁটি করতেন। অন্যান্য দিনের মতো আজও সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান পরিবারের লোকজন।

সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সকাল পৌনে ৬টার দিকে মারা যান প্রকাশ চন্দ্র।

তার মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।