ঢাকা Saturday, 27 April 2024

মতলব উত্তরে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 15:13, 23 March 2023

মতলব উত্তরে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মিছিল থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রমজানের স্বাগত মিছিল পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ হাবিবুর রহমান মুফতি।

ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ডালিম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার উপদেষ্টা মোঃ আমিনুল হক বেপারী, ছেংগারচর বাজার দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতাউল্লাহ মহসিন, ইসলামী আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সদস্য হাজি মোঃ আহাম্মদুল্লাহ মিয়াজী, মতলব উত্তর উপজেলা ইসলামী আন্দোলন যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন ছেংগারচর পৌর সভাপতি হাজি গাজী মোঃ এমদাদুল হক মানিক, ছেংগারচর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ লস্কর, যুব আন্দোলনের সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, মাওলানা আফজাল খান, মাওলানা আশরাফ আলী, মুফতী মামুনুর রশীদ, মাওলানা আব্দুল বাতেন ফরাজি, প্রচার সম্পাদক মোঃ গোলাম মস্তফা প্রমূখ। 
পরে মিছিলটি স্কুল মাঠ থেকে শুরু হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বক্তারা বলেন, এ দেশের শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। রমজানে দ্রব্য মূল্যের এত উদ্ধগতি মেনে নেওয়া যায়না।  আমরা সরকারকে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বা নিয়ন্ত্রনে আনার দাবি জানাচ্ছি। সরকারকে অনুরোধ করবো ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে । সিন্ডিকেট চক্র রমজানকে সামনে রেখে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যাচ্ছে। মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে এদের দমন করতে হবে। নতুবা মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে চরমোনাই পীর সাহেবের নির্দেশে আমরা রাজ পথে নামতে বাধ্য হবো। দেশে ইসলামী শাষণ থাকলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো।