ঢাকা Friday, 26 April 2024

মিয়ানমারে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি যুবক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 00:56, 26 February 2023

আপডেট: 04:30, 26 February 2023

মিয়ানমারে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি যুবক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়িতে মিয়ানমারের সীমানার ভেতর স্থাপিত স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ‍্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান। 

আহত যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকার ছৈয়দ আজিমের ছেলে মো. গোলাম আকবর (২৫)।

ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, শনিবার দুপুরে আকবর অবৈধভাবে মিয়ানমার থেকে চোরাই গরু আনতে গেলে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এ সময় তার বাম পা গোড়ালি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়াও তার শরীরের স্পর্শকাতর স্থানে গুরুতর জখম হয়েছে। আকবরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।