ঢাকা Saturday, 27 April 2024

২৭ কেজির বাঘাইড়, দাম ৩৩৭৫০ টাকা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 01:24, 14 January 2023

২৭ কেজির বাঘাইড়, দাম ৩৩৭৫০ টাকা

রাজবাড়ী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছ। বিশালাকার এই মাছ বিক্রি হয়েছে ৩৩ হাজার ৭৫০ টাকায়। 

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজবাড়ী সদরের বরাট ইউনিয়নের পদ্মা নদীর অন্তর মোড়ে জেলে কৃষ্ণ হালদার মাছটি ধরেন।

পরে বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে মোট ৩২ হাজার ৪০০ টাকায় কেনেন।

এদিন বিকেলেই প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করে দেন তিনি।

মো. শাজাহান শেখ বলেন, শুক্রবার বিকেলে ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৩৩ হাজার ৭৫০ টাকায় কুষ্টিয়ার কুমারখালী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস অফিসার মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই এমন বড় বড় রুই, কাতলা, বোয়াল, চিতল, পাঙাশ, বাঘাইড়সহ অনেক মাছ ধরা পড়ছে।