ঢাকা Saturday, 27 April 2024

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: 21:30, 22 September 2022

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমের আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে: প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।