ঢাকা Saturday, 27 April 2024

সুইসাইড নোটে তিনজনকে অভিযুক্ত করে কলেজছাত্রীর আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 03:46, 17 September 2022

সুইসাইড নোটে তিনজনকে অভিযুক্ত করে কলেজছাত্রীর আত্মহত্যা

‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পিছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির - ওরা আমাকে বাঁচতে দিলো না।’

এই সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন খুলনার কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের কলেজছাত্রী তনুশ্রী মাঝি (১৮)। 

তার বাবার নাম দীপক মাঝি। তনুশ্রী গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সুইসাইড নোট ও আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার ওসি এবিএমএস দোহা। 

দীপক মাঝি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মেয়ের গলায় দড়ি দেয়ার কথা শুনে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি।

হতভাগ্য বাবা বলেন, ‘আমি মেয়ের পা উঁচু করে ধরি আর তার মা রশি কেটে দেয়। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।’

আমাদী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা (আইসি) মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে নোট লেখা একটি কাগজ পেয়েছি। নোটে লেখা ছিল, ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পিছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির - ওরা আমাকে বাঁচতে দিলো না। ’

মহেশ্বরীপুর ইউনিয়নের মেম্বার চায়না মন্ডল বলেন, পুলিশ সেখান থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করেছে। কারা কারা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তা লিখে গেছে তনুশ্রী।