ঢাকা Saturday, 27 April 2024

বরগুনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১২

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:34, 24 August 2022

বরগুনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১২

বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত ১২ জনের মধ্যে গুরুতর নয়জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- গৌরাঙ্গ (৪৯), সুখী রানী (৩৫), ইউসুফ আলী (৮৭), আবুল বারি (৫২), জহিরুল ইসলাম (৩১), আম্বিয়া (৬০), আছিয়া (৬০), রাসেল (৩২) ও জালাল (৫৫)। বাকি তিনজন গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের নাম জানা যায়নি।

জানা গেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাসটি যাত্রী নিয়ে বরিশালে যাচ্ছিল। পথে আজ বুধবার সকালে সাড়ে ৮টার দিকে আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।