ঢাকা Saturday, 27 April 2024

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টার সংবাদ 

প্রকাশিত: 22:19, 8 August 2022

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মণ্ডলের ছেলে নাজিম উদ্দিন ওরফে করিম।

জানা গেছে, ২০১৫ সালের ৫ মে রাতে নাজিম তার স্ত্রী রওশন আরাকে (২১) শ্বাসরোধে হত্যা করে। এরপর বাড়িতে ডাকাতরা ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করে তিনি। পরে এ ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করেন।

এদিকে একই বছরের পাঁচ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায় জানান, এ ঘটনায় নাজিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।