ঢাকা Saturday, 27 April 2024

জেলেদের জালে ২২ কেজি ওজনের বোয়াল

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 18:22, 12 April 2021

আপডেট: 00:44, 13 April 2021

জেলেদের জালে ২২ কেজি ওজনের বোয়াল

ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশালাকারের বোয়াল মাছ। মাছটির ওজন ২২ কেজি।
রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন কালিকাপুর এলাকায় জেলেদের জালে ওই মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, দুপুরে জেলেরা জাল নিয়ে পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন মুহুরি নদীর কালিকাপুর এলাকায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে জোরে টান পড়ে। এতে জেলেরা বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। এ সময় বিশালাকারের বোয়াল মাছটি জেলেরা টেনে তীরে তোলেন। এরপর মেপে দেখেন এটির ওজন ২২ কেজি।
জেলেরা মাছ ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে বোয়ালটি ২০ হাজার টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ২২ কেজি ওজনের ওই বোয়ালটি ২০ হাজার টাকায় কিনেছি। পরে পরশুরাম বাজারে নিয়ে মাছটির দাম হাঁকা হয় ২৫ হাজার টাকা। তবে সন্ধ্যায় ২২ কেজি ওজনের বোয়ালটি ২৪ হাজার টাকায় বিক্রি করেছি।