ঢাকা Sunday, 05 May 2024

ক্লাসে ফিরে যাও, দোষীরা শাস্তি পাবে : শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 19:11, 1 December 2021

আপডেট: 00:23, 2 December 2021

ক্লাসে ফিরে যাও, দোষীরা শাস্তি পাবে : শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়। ক্লাসে ফিরে যাও। যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জয়িতা ফাউন্ডেশন এর ভিত্তিপ্রস্তর ও শিশু একাডেমিতে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ভবিষ্যতে যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে সরকারপ্রধান বলেন, ওমানে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। উন্নয়ন ধরে রাখতে হবে। শিশুরা লেখাপড়া শিখে দেশের মানুষের জন্য কাজ করবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, একথা স্মরণ করে দেন শেখ হাসিনা।