ঢাকা Wednesday, 01 May 2024

বাণিজ্যমেলায় ৩০০ কোটি টাকার রফতানি আদেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: 23:53, 31 January 2023

আপডেট: 03:05, 1 February 2023

বাণিজ্যমেলায় ৩০০ কোটি টাকার রফতানি আদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরে ৩০০ কোটি টাকার রফতানি আদেশ পাওয়া গেছে। এ ছাড়া, মেলায় এবার প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ বাবু। স্বাগত বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

এর আগে, গত ১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু হয়। এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। এতে ভারত, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ব্যবসায়ীরা অংশ নেন।